শেখ হাসিনা মানুষকে নিজের পায়ে দাড়ানোর অনুপ্রেরনা দিয়েছেন-আইনমন্ত্রী

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মানুষকে নিজের পায়ে দাড়ানোর অনুপ্রেরণা দিয়ে বাংলাদেশের মানুষের অর্থে পদ্মা সেতু নির্মান করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমদের একটি দেশ দিয়ে গেছেন, একটি পতাকা দিয়ে গেছেন, একটি পরিচিতি দিয়ে গেছেন। শুক্রবার (০২ জুন) বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে শিক্ষা মন্ত্রনালয়ধীন এসইডিপি কর্মসূচীর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কীম এর আওতায় উপজেলা পর্যায়ের দিনব্যাপী কর্মশালায় সমাপনী বক্তব্যে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

কসবার শিক্ষার মান উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কর্মশালায় কসবা উপজোলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসার ৩০টি প্রতিষ্ঠান প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং পরিচালনা পর্ষদের সভাপতিগণ অংশ নিয়েছেন।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূইযা, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকি, ব্রা‏হ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম.এ আজিজ, জেলা পরিষদের মহিলা সদস্য রুমানুল ফেরদৌসি।
বক্তব্য রাখেন, কুটি বালিকা উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান, খাড়েরা মোহাম্মদীয় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক মাহমুদ, চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, চকচন্দ্রপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. ইয়াকুব আলী প্রমুখ।

Post Under