নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা নগরীর স্বনামধন্য ইঞ্জিনিয়ার কনসাল্টিং ফার্ম মেসার্স সরওয়ার এন্টারপ্রাইজের শিক্ষানবীশ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জিপিএইচ ইস্পাতের সৌজন্যে বুধবার রাতে কুমিল্লা নগরীর ফানটাউন মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়াজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিপিএইচ ইস্পাতের টেকনিক্যাল এডভাইজার ইঞ্জিনিয়ার মো: মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সরওয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কুমিল্লার বিশিষ্ট ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার।
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউ এবং প্রাইভেট পলিটেকনিকের ইনস্টিটিউটের মোট ৩১জন সিভিল ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সম্পন্ন করা শিক্ষার্থীরা সরওয়ার এন্টারপ্রাইজে তিন মাস ধরে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জিপিএচ ইস্পাতের ম্যানেজার (ট্রেড সেলস) মো: মমিনুল ইসলাম ফরহাদ, এসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং এন্ড সেলস) ইঞ্জিনিয়ার মো: তাজুল ইসলাম, সরওয়ার এন্টারপ্রাইজের ইঞ্জনিয়ার বিল্লাল হোসেন, ইঞ্জনিয়ার মিরাজ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জিপিএইচ ইস্পাতের টেকনিক্যাল এডভাইজর ইঞ্জিনিয়ার মো: মোশাররফ হোসেন বলেন, ইস্পাত শিল্পে পৃথিবীর সর্বোত্তম উদ্ভাবনী প্রযুক্তি এবং এশিয়ার প্রথম কোয়ান্টাম প্রযুক্তির জিপিএচ ইস্পাত উৎপাদন ও বাজারজাত করে দেশীয় নির্মাণ শিল্পে আমরা উন্মোচন করেছি সমৃদ্ধির নতুন দিগন্ত। একই সাথে বিশ্বব্যাপী বাংলাদেশকে পৌছে দিয়েছি গর্বের নতুন উচ্চতায়।