সাংবাদিক নেতা শাহ আলম চৌধুরী আর নেই

 

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন, কসবা প্রতিনিধি

কসবা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ঐতিহ্যবাহী শাহপুর গ্রামের কৃতিসন্তান, ন্যাশনাল লাইফের কসবা এরিয়ার এজিএম, দৈনিক যায়যায়দিন কসবা উপজেলা প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক মো. শাহ আলম চৌধুরী আজ (২৫ ডিসেম্বর) ভোর ৪টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

আজ বাদ জোহর কসবা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে প্রথম জানাযা ও বাদ আসর শাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Post Under