এমদাদুল হক সোহাগ, কুমিল্লা:
কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. তাহসীন বাহার সূচনার ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বৃহস্পতিবার সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিএফআইইউ। অ্যাকাউন্ট জব্দের তালিকায় আরও রয়েছেন- বাহারের স্ত্রী মেহেরুন্নেছা, তার মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহার এবং তাহসিন বাহারের স্বামী সাইফুল আলম রনি। এদের স্বার্থসংশ্লিষ্ট সব অ্যাকাউন্টের তথ্য আগামী দুই দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
এ আদেশের পর কুমিল্লায় টক অব দ্যা টাউনে পরিনত হয়। জানা গেছে, ৫ আগস্ট সরকার পতনের সাথে সাথে কুমিল্লার বাহারের রাজত্ব ও মসনদ তছনছ হয়ে যায়। আত্মগোপনে চলে যান বাহার ও তাঁর মেয়ে তাহসীন বাহার। তারা বর্তমানে ভারতের কলকাতায় আত্মগোপনে আছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।