সিনিয়র আইনজীবী আব্দুল মুমিন চৌধুরীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মো: আব্দুল মুমিন চৌধুরী ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার রাণীর দিঘীর পূর্ব পাড়ের নাহার কুঠি নামক নিজ বাড়িতে ৯৫ বছর বয়সে শনিবার ভোর সাড়ে চারটায় তিনি মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভূগছিলেন এই আইনজীবী। তাঁর গ্রামের বাড়ি জেলার নাঙ্গলকোট উপজেলার মকরবপুর চৌধুরী বাড়িতে।

শনিবার বাদ জোহর কুমিল্লা নগরীর মনোহরপুর মুন্সেফ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় পরিবারের পক্ষে কথা বলেন বড় ছেলে মো: রাশেদুল হাছান চৌধুরী, মেজো ছেলে কুমিল্লা মেডিকেল কলেজের প্রভাষক ডাক্তার মো: রাকিবুল হাছান চৌধুরী। আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ভূইয়া, বুড়িচং আবদুল মতিন খসরু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল হোসেন প্রমুখ। এসময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক আবদুল মমিন ফেরদৌস, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মো: আবুল হোসেন, কুমিল্লা ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম ভূইয়া, ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন কলেজের শিক্ষক, চিকিৎসক, মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
পরে গ্রামের বাড়ি নাঙ্গলকোট উপজেলার মকরবপুরে দ্বিতীয় জানাযা শেষে পারবিারিক কবস্থানে দাফন করা হয়।

বাদ আছর গ্রামের বাড়িতে জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি। অন্যান্যদের মাঝে
মাজহারুল ইসলাম চুপ্পু, সৈয়দ সাইফুর রহমান বাবলু, গোলাম মর্তুজা মুকুলউপস্থিত ছিলেন । 
Post Under