সিসিএন বিশ্ববিদ্যালয়ের একদশক পূর্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক: 

কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদশক পূর্তি উপলক্ষে কুমিল্লা নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে নয়টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ থেকে শোভাযাত্রা শুরু হয়ে জিলা স্কুলের সামনের সড়ক, লিবার্টি মোড় ঘুরে টাউনহলে এসে শেষ হয়।  

পরবর্তীতে বাস শোভাযাত্রা করে কোটবাড়ি এলাকায় এসে পুনরায় শোভাযাত্রা নিয়ে কোটবাড়ি এলাকার চৌধুরী এস্টেটে বিশ্বিবদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এসে শেষ হয়। 

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার এমজি আজম, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার অধ্যাপক ডক্টর মোঃ শাহ্ জাহান, একাডেমিক এডভাইজার ও রেজিস্ট্রার অধ্যাপক মোঃ জামাল নাছের, লিবারেল আর্টস ফ্যাকাল্টির ডিন ডক্টর আলী হোসেন চৌধুরী, ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রশাসন ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম, জনসংযোগ কর্মকর্তা মোঃ এমদাদুল হক সোহাগ, বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীরা। 

 

পরবর্তীতে ক্যাম্পাসে অত্যন্ত আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। শিক্ষার্থীরা নেচে-গেয়ে আনন্দ উল্লাসে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ২০১৪ সালে ইউজিসির অনুমোদন লাভ করে। এদিকে, ক্লাব কার্ণিভালের অংশ হিসেবে সকল ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সুষ্ঠু সুন্দর ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। 

এদিকে, প্রতিষ্ঠার পর থেকেই মান সম্মত উচ্চ শিক্ষা প্রদানের মাধ্যমে যোগ্য ও দেশ প্রেমিক নাগরিক তৈরিতে কাজ করছে বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিশ্বের প্রায় ৩০টির অধিক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও অংশগ্রহণ মূলক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

Post Under