সিসিএন বিশ্ববিদ্যালয়ের স্প্রিং ২০২৪ সেমিস্টারের ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্প্রিং ২০২৪ সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লার প্রাচীন সভ্যতার অনন্য নিদর্শন ও প্রত্ন সম্পদে সমৃদ্ধ কোটবাড়ি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশে ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিএন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডিন ড. আলী হোসেন চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) (অবৈতনিক) ইফতিখারুল ইসলাম চৌধুরী সিয়ামের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ বিভাগভিত্তিক ফলাফলের পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এই সেমিস্টারের ফলাফলে সর্বমোট ২৫ জন শিক্ষার্থী জিপিএ ৪.০০ এর মধ্যে জিপিএ ৪.০০ প্রাপ্ত হওয়ায় তাদের অভিনন্দন ও সনদপত্র প্রদান করা হয়।

Post Under