সেরা তরুণ করদাতার সম্মননা পেলেন হাতিয়ার ফিরোজুজ্জামান

এমদাদুল হক সোহাগ:
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বিশিষ্ট ঠিকাদার মো: ফিরোজুজ্জামান জাতীয়ভাবে সেরা তরুণ করদাতার সম্মাননা পেয়েছেন।
কর অঞ্চল কুমিল্লার আওতাধীন নোয়াখালী জেলা থেকে থেকে ২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ করদাতা হিসেবে তিনি ওই সম্মাননা লাভ করেন।
বুধবার কুমিল্লা নগরীর কান্দিরপাড় করভবন প্রাঙ্গণে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ও কর অঞ্চল কুমিল্লার আয়োজনে সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে সম্মাননার ক্রেস্ট ও উপহার গ্রহণ করেন তিনি।

ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন, কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার খন্দকার খুরশীদ কামাল। এসময় অনুষ্ঠানের অন্যান্য অতিথি, সেরা করদাতা, কর আইনজীবী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত সাংবাদিকগণ অনুভূতি জানতে চাইলে ফিরোজুজ্জামান বলেন, এ বছর তিনি প্রথম সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। দেশের উন্নয়নে সকলকে আয়কর দেয়ার জন্য তিনি আহবান জানান। তিনি বলেন, দেশের স্বার্থে সকলেরই উচিৎ কর প্রদান করা।

Post Under