কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৬ জন। গতকাল সোমবার করোনা উপসর্গ নিয়ে ১০জন প্রাণ হারায়।
মঙ্গলবার (১৮ আগস্ট) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে কোভিড-১৯ হাসপাতালে হাসপাতালে ভর্তি আছেন ১২১ জন।
আরো পড়ুনঃ
গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে চার পুরুষ দুই জন নারী রয়েছেন। জেলায় এখন পর্যন্ত করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ১৫৭ জন। আর করোনা পজিটিভ ও উপসর্গে মারা গেছেন ৩৬৯জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে সোমবার করোনা পজেটিভ পাওয়া গেছে ৪৫ জনের। জেলায় বর্তমানে করোনা পজেটিভের সংখ্যা ৬ হাজার ২৮২জন।