এমদাদুল হক সোহাগ:
কুমিল্লা সিটি কর্পোরেশনে নির্বাচনে তিন নম্বর ওয়ার্ডে সরকার মাহমুদ জাবেদের লাটিম প্রতীকের প্রচার প্রচারণায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রতিদিনই ওয়ার্ডের বিভিন্ন অলি-গলিতে লাটিম প্রতীকের হ্যান্ডবিল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ভোটার ও কর্মী সমর্থকেরা। সরজমিনে দেখা যায়, রেইসকোর্স খালপাড়, মফিজ উদ্দিন সড়ক, পলাশী গলি, ধানমন্ডি, গ্রীন রোড,পুরাতন পাসপোর্ট গলি, কালীয়াজুরী, শাসনগাছা এলাকায় শত শত নারী-পুরুষ লাটিম প্রতীকের স্লোগান দিতে দিতে হাটছেন এবং ভোটারদের বাসায় গিয়ে ভোট চাচ্ছনে। প্রচারপত্র বিলি করছেন। মহল্লার নবীন-প্রবীন ভোটারেরা একত্রিত হয়ে বিভিন্ন ওঠান বৈঠক ও নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। ওয়ার্ডের অন্যান্য প্রার্থীদের তুলনায় সরকার মাহমুদ জাবেদ জনপ্রিয়তার দিক দিয়ে অনেক এগিয়ে। রেইসকোর্স শাসনগাছা
এলাকার দুই হেভিওয়েট প্রার্থী মো: শাহজাহান ও মো: ফয়েজ তাদরে প্রার্থীতা প্রত্যাহার করে সরকার মাহমুদ জাবেদকে সমর্থন জানানোর কারনে ভোটের হিসেব অনেকটা পাল্টে গেছে। সরকার মাহমুদ জাবেদ ওই ওয়ার্ড থেকে এর আগে দুই বার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি কুমিল্লা মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক ও পরবর্তীতে কুমিল্লার বিশিষ্ট আইনজীবী এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সরকার আবদুর রউফ। তিন ভাই তিন বোনের মধ্যে সরকার মাহমুদ জাবেদ চতুর্থ।
সরকার মাহমুদ জাবেদ এই প্রতিবেদক কে বলেন, আমি বিশ্বাস করি অতীতে আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পেরেছি। ভোটার ও এলাকাবাসীকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি আমি পালন করতে সফল হয়েছি। করোনা মহামারি ছিল আমার জন্য অগ্নি পরীক্ষা। আমার জমানো অর্থ আমি অসহায় ও ওয়ার্ডবাসীর কল্যাণে ব্যয় করেছি। তিন নম্বর ওয়ার্ডে প্রায় ৩০টি বড় রাস্তা ও ৩৫ টি ছোট রাস্তা ও অসংখ্য ড্রেন নির্মাণ করে জলাবদ্ধা নিরসন করতে পেরেছি। আগে সামান্য বৃষ্টি হলেই রেইসকোর্স এলাকায় হাটু সমান পানি হতো। সেই অবর্ননীয় দুর্ভোগ থেকে এরঅকাবাসী এখন পরিত্রাণ পেয়েছে। এবার নির্বাচিত হলে রেইসকোর্স এলাকার খালটিকে আরো গভীর ও দৃষ্টিনন্দন করা হবে। যার ফলে এই এলাকার জলাবদ্ধা চিরতরে দূর হবে। নাগরিকদের নিরাপত্তা জোরদার করার জন্য পুরো ওয়ার্ডকে সিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসা হবে। এলাকার যুব সমাজ ও কিশোরদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। আমি সকলের দোয়া, সহযোগিতা ও লাটিম মার্কায় ভোটারদের মূল্যবান ভোট চাই। আমার বিশ্বাস ভোটাগণ আবারো আমার উপর তাদের বিশ্বাস রাখবেন।