এমদাদুল হক সোহাগ:

কসবা পৌর এলাকার কাঞ্চনমুড়ি গ্রামের বাইতুল আমান জামে মসজিদের ইমাম মো: আমিনুল ইসলামের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পবিত্র হজ্বব্রত পালনের জন্য অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা অর্থ উপহার দেয়া হয়েছে। এসময় উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমনের ব্যক্তিগত পক্ষ থেকেও এক লাখ টাকা দেয়া হয়। গত রবিবার বাইতুল আমান জামে মসজিদের মুসল্লীদের উপস্থিতে ওই অর্থ উপহার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আশফাতুল হোসেন ভূইয়া এলমান, কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন, কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট লেখক মো: সোলেমান খান, কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সফিকুর রহমান, অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক সজিব রানা, কাউন্সিলর মো: আলাউদ্দিন প্রমুখ।

বক্তরা বলেন, মসজিদের ইমামগণ খুবই অল্প বেতনে ইসলামের খেদমত করে থাকেন। অনেকেই যেখানে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করেন সেখানে মক্কা-মদিনায় গিয়ে হজ্ব করা অসাধ্য হয়ে উঠেন। ইমাম আমিনুল ইসলাম দীর্ঘদিন এই মসজিদের খেদমত করে যাচ্ছেন। তারও স্বপ্ন ছিলো একদিন সোনার মদিনা যাবেন। আজ । অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের কারনে তাঁর এই স্বপ্ন বাস্তবে রুপ নিয়েছে।

Post Under