২ লাখ ২০ হাজার ৬৬৭ ভোটে আইন মন্ত্রী আনিসুল হক নির্বাচিত

প্রতিনিধি, কসবা, ব্রা‏হ্মণবাড়িয়া
ব্রা‏হ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আাওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও আইন মন্ত্রী আনিসুল হক। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৬৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আম প্রতীকে শাহীন খান পেয়েছেন ৬ হাজার ৫৮৬ ভোট বাংলাদেশ তরীকত ফেডারেশন মনোনীত ফুলের মালা প্রতীকে সৈয়দ জাফরুল কুদ্দুছ পেয়েছেন ৪ হাজার ৫৭৪ ভোট।
এ নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ২ হাজার ৫৮৬জন। দুই উপজেলায় মোট ভোট কেন্দ্র ১১৮টি। এদের মধ্যে ভোটার পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৮৪৫জন, নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৯৩৭জন এবং তৃতীয় লিঙ্গ ৪জন।
কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও কসবা পৌরসভায় মোট মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৩৮২জন। এদের মধ্যে নৌকা প্রতীকে আনিসুল হক পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫৪৭ ভোট।
আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন ও আখাউড়া পৌরসভায় মোট মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২০৪জন। এদের মধ্যে নৌকা আনিসুল হক পেয়েছেন ৫৮ হাজার ১২০ ভোট।

 

Post Under