এমদাদুল হক সোহাগ:
গ্রাহকদের পঁচা ডাল পরিবেশন, গরুর মাংসের মূল্য নিয়ে প্রতারণা, মূল্য তালিকা না থাকা, পঁচা খাবার দিয়েও বিল আদায় সহ একাধিক অভিযোগের ভিত্তিতে হোটেল সুইস গার্ডেন কে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মিরসরাই উপজেলা সহকারি কমিশনার ভূমি মো: মিজানুর রহমান অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের তিনটি ধারায় ওই হোটেলটির ম্যানেজারকে ৫০হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে মূল্য তালিকা প্রদর্শনে বাধ্যকরা, কিচেন, পরিবেশের মানোন্নয়ন,সূয়ারেজ লাইন ঠিক করা আরো কয়েকটি বিষয় দ্রত পরিবর্তন,মানোন্নয়নের জন্য নির্দেশ প্রদান করেন।
জানা যায়, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এলাকার জোরারঞ্জ থানার বারৈয়ারহাট বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত সুইস গার্ডেন হোটেল এন্ড রেস্টুরেন্টে গত ১৯ জানুয়ারি দিবাগত রাত পুনে ১২টার দিকে রাঙামাটি থেকে ভ্রমণ শেষে কুমিল্লায় ফেরার পথে খাবার খেতে যান প্রায় ৫০ জনের একদল পর্যটক। এসময় প্রতিষ্ঠানটি তাদের সাথে খাবারের মূল্য নিয়ে প্রতারণা করেন, পচাঁ ডাল পরিবেশন করেন। পাশাপাশি পঁচা ডাল দিয়ে পরিবেশন করা খাবারের বিল রাখেন। এই ঘটনায় ভোক্তভোগীদের একজন মো: এমদাদুল হক সোহাগ কুমিল্লা থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনস্বার্থে লিখিত অভিযোগ পাঠান। সেই অভিযোগের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। উপজেলা সহকারি কমিশনার ভূমি মো: মিজানুর রহমান অভযিান পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়েছেন।
মিরসরাই উপজেলা সহকারি কমিশনার ভূমি মো: মিজানুর রহমান জানান,মূল্য তালিকা প্রদর্শন না করা সহ অভিযোগের সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের তিনটি ধারায় ম্যানেজারকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। তাদের রান্নাঘর, খাবার পরিবেশন, সুয়ারেজ লাইন, সার্বিক পরিবেশ উন্নয়ন ও খাবারের মান উন্নয়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়।