এমদাদুল হক সোহাগ
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাস প্রতীকের প্রার্থী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা।
কুমিল্লা নগরের জিলা স্কুল অডিটোরিয়ামে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ১০৫টি কেন্দ্রের সম্মিলিত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. ফরহাদ হোসেন।
মোট ১০৫ টি কেন্দ্রের ফলাফলে বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি) পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন (ঘোড়া) ১৩ হাজার ১৫৫ ভোট ।
মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম (হাতি) পেয়েছেন ৫১৭৩ ভোট। নির্বাচনে মোট ভোট পরে ৯৪ হাজার ১১৫টি যা মোট ভোটের ৩৮.৮২%।
এ নির্বাচনে মোট ভোটার ছিল ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। পুরুষ ১ লাখ ১৮ হাজার ১৮২ জন, নারী ১ লাখ ২৪ হাজার ২৭৪ জন ও হিজড়া দুইজন। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।