এমদাদুল হক সোহাগ:
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য আগামি ১৩ জুন বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি সময় বৃদ্ধি করে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ আন্ত: শিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।
বিজ্ঞপ্তিতে আরো সতর্ক করা হয়েছে যে, বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট ব্যাতীত অন্য কোন ফেইক ওয়েবসাইটের বিজ্ঞাপন থেকে কোন শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ভর্তির নির্ধারিত ওয়েবসাইট https://www.xiclassadmission.gov.bd ব্যবহারের পরামর্শ দেয়া হয়। এদিকে, যেসকল শিক্ষার্থী ফলাফল পুণ:নিরীক্ষণের জন্য আবেদন করেছে তাদের পরিবর্তিত ফলাফল পেয়ে একই সমযের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবে বলে জানানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান ও আন্ত: শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতর ভিত্তিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।