কসবায় পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু জনমনে স্বস্তি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

কর্মবিরতী কাটিয়ে সোমবার (১২ আগস্ট) সকাল থেকেই স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন থানা পুলিশ। পুলিশের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। তবে পরিপূর্ণ স্বাভাবিকতা ও কর্মচঞ্চলতা এখনো ফিরে আসেনি। সেবা প্রত্যাশীদের হাসিমুখে সেবা দিচ্ছেন কসবা থানা অফিসার ইনচার্জ মো. রাজু আহমেদ। এছাড়া এতদিন যানজট নিরসনে শিক্ষার্থীরা কাজ করলেও দুপুর থেকে ট্রাফিক পুলিশদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এর আগে গত ৫ আগষ্ট ছাত্র—জনতার সরকার পতনের এক দফার দাবির প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে সারাদেশের ন্যায় কসবা থানায়ও ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন, উপজেলা পরিষদের বিভিন্ন অফিস, সাবেক আইনমন্ত্রীর বাড়িসহ আওয়ামীপন্থি রাজনৈতিক নেতাদের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ ও লুটপাট করে দুবৃত্তরা। তবে স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দরা কসবা থানা, উপজেলা পরিষদ ও অন্যান্য স্থাপনা রক্ষার জন্য প্রাণপন চেষ্টা করেন এবং তাদের তৎপরতায় কসবা থানা বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পায়। ওইদিন সারা রাত বিএনপি’র নেতৃবৃন্দকে থানা পাহাড়া দিতে দেখা যায়।

Post Under