ফয়সাল মিয়া, কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের কর্মজীবন ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক সংগঠন “এন্ট্রেপ্রেনিউরশিপ, লিডারশিপ ও ডেভেলপমেন্ট ক্লাব” এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি সামিউল ইসলাম জিসান এবং সাধারণ সম্পাদক আফতাব উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাফল্য এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী কাজী জুহায়ের আনান লাজিম। এছাড়াও সাত সদস্য বিশিষ্ট এই কমিটিতে সহ -সভাপতি হিসাবে আছেন রিয়াদ হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক তাসমিয়া মাহমুদ ও মেজবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ লাবিব রহমান ও মোহাম্মদ লোকমান।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা ও নেতৃত্বের গুণাবলি, দক্ষতা ও মানোন্নয়নের লক্ষে ২০২০ সালের ৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ উদ্যোক্তার হাত দিয়ে সংগঠনটির পথচলা শুরু হয়।