ভারতে মহানবীকে নিয়ে কটূক্তি কুমিল্লায় বিক্ষোভ

এমদাদুল হক সোহাগ, কুমিল্লা:
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের করা কটূক্তি এবং ওই কটূক্তির পক্ষে সেদেশের বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলা ক্বওমী মাদ্রাসা সংগঠন এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখা। ইসলামের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভে বিক্ষোভে প্রকম্পিত হয়েছে কুমিল্লা নগরীর বিভন্নি সড়ক।

শনিবার বেলা ১১টায় কুমিল্লা টাউনহল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে কুমিল্লা নগরীর মনোহরপুর, রাজগঞ্জ, মোগলটুলী, সার্কিটহাউজ, জিলা স্কুল রোড হয়ে পুনরায় কান্দিরপাড় এলাকা হয়ে ঠাকুরপাড়া কাশেমুল উলুম মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং
কুমিল্লা মহানগর শাখার সভাপতি মুফতি শামসুল ইসলঅম জিলানী, কুমিল্লা মহানগর সেক্রেটারী মাওলানা মুফতি আমজাদ হোসাইন প্রমুখ।
বিশ্বনবীর অপমান সইবেনারে মুসলমান, দুনিয়ার মুসলিম এক হও জিহাদ কর, বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, ছাবিলুনা ছাবিলুনা আল জিহাদ আল জিহাদ, জিহাদ জিহাদ জিহাদ চাই জিহাদ করে বাঁচতে চাই- এরকম বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

Post Under