কুসিকের জনপ্রতিনিধিদের পুনর্বহালের দাবি

এমদাদুল হক সোহাগ, কুমিল্লা: 

‘জনপ্রতিনিধি অপসারণ, জনভোগান্তির মূল কারন’ এই স্লোগানে কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

 

কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে বুধবার সকালে ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহাবুবুর রহমান, ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী জিয়াউল হক মুন্না, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রহমান প্রমুখ। 

 

তারা জানান, কুমিল্লা সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিদের অপসারণ করায় তারা বৈষম্যের শিকার হয়েছেন। জনগন খন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, ভোগান্তিতে পড়েছেন । সমাজে অপরাধ প্রবণতা বেড়ে গেছে, চুরি ছিনতাই, চাঁদাবাজি, অরাজকতা বাড়ছে। জনপ্রতিনিধি না থাকায় যানজট সহ সামাজিক অপরাধ বন্ধ করতে পারছেনা আইনশৃঙ্খলা বাহিনী। 

 

তারা দাবি করেন জনগনের প্রতি সম্মান প্রদর্শন করে সারা দেশের সকল জনপ্রতিনিধিদের পুনর্বহাল করতে হবে। দাবি আদায়ে, আগামি সপ্তাহে মানববন্ধন, কুমিল্লা সিটি কর্পোরেশনে অবস্থান কর্মসূচি সহ রাজধানী ঢাকায় সারা দেশের অপসারিত জনপ্রতিনিধিদের নিয়ে একযোগে আন্দোলন করা হবে। এসময় কুমিল্লার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

Post Under