কসবা (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়ায় বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫০ পিলার এলাকায় সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে ভারতীয় বিএসএফের গুলিতে রুকন উদ্দিন (৩৫) ও জাকির হোসেন (৩০) নামের দুই যুবক গুরুতর আহত হয়েছে। তাদেরকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজিবি ও স্থানীয় সুত্রে জানা গেছে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার বাংলাদেশ-ভারতের সীমান্তের ২০৫০ এলাকা দিয়ে সোমবার বেলা ৪টার দিকে ১০/১২ জনের একটি চোরাকারবারী দল অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে প্রতিহত করতে গুলি ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হলেও রুকন উদ্দিন (৩৫) ও জাকির হোসেন (৩০) নামের দুই যুবককে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎক।
আহত রুকন উদ্দিন নেত্রকোনার বাহার হাট্রা গ্রামের আজিজ মিয়ার ছেলে এবং জাকির হোসেন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মো. আজিজুল ইসলাম বলেন, দুইজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে জরুরী বিভাগে এসেছে। তাদের মুখে, হাতে ও শরীরে গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্ণেল এ. এম জাবের বিন জব্বার বলেন, চোরাকারবারীরা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ গুলি করেছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সীমান্তে গুলি চালানোর প্রতিবাদে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে।