কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের স্বনামধন্য বিদ্যাপীঠ কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক মো. আবদুল হান্নান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া, কসবা তফজ্জল আলী ডিগ্রী কলেজের প্রভাষক মো. আলমগীর ওসমান ভূইয়া, বদিউল আলম ট্যাকনিকেল কলেজের প্রভাষক নারায়ন ভৌমিক, পৌর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, সাংবাদিক মো. শাখাওয়াৎ হোসাইন, বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য মো. মামুন মিয়া, সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, দুলাল চৌধুরী, রাহেলা আক্তার প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

এসএসসি পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জল ভবিষ্যত কামনা করে দোয়া পরিচালনা করেন আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম। দোয়ায় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত আবু ইউছুফ ভূইয়াসহ অন্যান্য প্রয়াত শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের মাগফেরাত কামনা করা হয়।

কসবা পৌর শহরে অবস্থিত এ বিদ্যালয় হতে এবার ১৯৯জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিবেন। এ প্রতিষ্ঠানটি বরাবরই উপজেলায় ভাল ফলাফল করে আসছে। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এদিকে শিক্ষার্থীরাও তাদের শিক্ষকদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। বিদায় বেলায় শিক্ষক-শিক্ষার্থী সকলেই আবেগপ্রবন হয়ে পড়েন।

Post Under