এক ঝলক (আগস্ট ২০২০) প্রকাশ: আগ ৯, ২০২০ Share চলছে বর্ষা মৌসুম। দীর্ঘবছর পর খালে বিলে এসছে প্রচুর পানি। পানিতে ভেসে আসছে দেশীয় প্রজাতীর মাছ। তাই বেলজাল বসিয়েছেন আবুল বাশার। প্রায় ৩০ বছর ধরে তিনি বর্ষা মৌসুমে বেলজাল পেতে মাছ ধরেন। এবছর ২০ হাজার টাকা খরচ করে বেলজাল বসিয়েছেন। প্রতিদিনই তার জালে ধরা পরছে দেশীয় প্রজাতীর ছোট বড় বিভিন্ন মাছ। ছবিটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রানীয়ারা গ্রাম থেকে তোলা। -এমদাদুল হক সোহাগ তীব্র রোদ ও গরম থেকে রক্ষা পেতে পানিতে শরীর ডুবিয়ে শরীরকে প্রশান্ত করছে মহিষটি। ছবিটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিলঘর উত্তর-পশ্চিমপাড়া থেকে তোলা। -এমদাদুল হক সোহাগ মাছের আশায় বেলজাল ফেলে বসে আছেন মৎস শিকারী আবুল বাশার। ছবিটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রানীয়ারা গ্রাম থেকে তোলা। -এমদাদুল হক সোহাগ বর্ষা মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর বাজার ও আশপাশের এলাকার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে নৌকা। বিটঘর বাজারে প্রত্যাহিক কাজ শেষে ইঞ্জিন চালিত নৌকায় বাড়ি ফিরছেন মানুষ। ছবি-এমদাদুল হক সোহাগ বর্ষা মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর বাজার ও আশপাশের এলাকার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে নৌকা। বিটঘর বাজারে প্রত্যাহিক কাজ শেষে ইঞ্জিন চালিত নৌকায় বাড়ি ফিরছেন মানুষ। ছবি-এমদাদুল হক সোহাগ বিলের মধ্যে মাছ ধরছেন জেলেরা। ব্রাহ্মণবাড়িয়া জেলার শিমরাইল গ্রমের পশ্চিম পাশের বিল থেকে তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ আরো পড়ুনঃ কসবায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সিসিএন বিশ্ববিদ্যালয়ে এডভান্সড পেডাগোজি থিওরি সেমিনারে পিএসসির সচিব ড.… বিশ্ব ডায়াবেটিস দিবসে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির আলোচনা সভা ও আপনজন… কসবা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান হলেন জিয়াউল হুদা শিপন বিআর-৪৯ জাতের রোপা আমন ধান রোপন করেছেন কৃষক। ভালো ফলনের আশায় এখন চলছে সার ছিটানোর কাজ। কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া গ্রাম থেকে ১০ আগস্ট বিকালে তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ নির্মল প্রকৃতিতে গ্রামের সড়কে স্বাস্থ্যবিধি মেনে সাইক্লিং করছেন চতুর্থ শ্রেণির এই কণ্যা শিশু শিক্ষার্থী। কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া গ্রাম থেকে ১০ আগস্ট বিকালে তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ বিলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া আকাবাকা পিচঢালা সড়কের মাঝখানে নির্মিত কালভার্ট ভেঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। নির্মানে ত্রুটি থাকার কারনেই মূলত এই অবস্থা তৈরী হয়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া গ্রাম থেকে ১০ আগস্ট বিকালে তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ বিলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া আকাবাকা পিচঢালা সড়কের মাঝখানে নির্মিত কালভার্ট ভেঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। সেই কালভার্টে বসে আড্ডা মেতেছেন তরুণেরা পাশাপাশি কোন যানবাহন আসলেই দূর থেকে ইশারা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন বিশাল গর্তের বিষয়ে। এতে করে অনেকেই দুর্ঘটনা থেকে রক্ষা পাচ্ছেন। কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া গ্রাম থেকে ১০ আগস্ট বিকালে তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ কুমিল্লার নগরীর ফৌজদারি মোড়ে সিটি কর্পোরেশনের স্থাপিত আল্লাহর গুণবাচক নামের স্থাপনা যেন এক অপূর্ব সৌন্দর্য্যের নদির্শন। ১০ আগস্ট বিকালে তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ লালশাক চাষ করার জন্য জমি প্রস্তুত করছেন দুই কৃষক। বৃষ্টির পানি যাতে না লেগে থাকে সেজন্য উচু জায়গার মাটি নিচু জায়গায় ফেলে জমি সমান করা হচ্ছে। ১০ আগস্ট বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার বাবু বাজার এলাকা থেকে তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ Share