এমদাদুল হক সোহাগ
করোনা মহামারির কারণে কুমিল্লায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে মঞ্চ নাকট। মঞ্চ নাটকের বিনোদন থেকে বঞ্চিত রয়েছে সংস্কৃতিপ্রেমী মানুষেরা। তবে বঞ্চনার অবসান ঘটিয়ে শিক্ষা সংস্কৃতির পাদপীঠ কুমিল্লায় আবারো শুরু হচ্ছে মঞ্চ নাটক। কুমিল্লা রেপার্টরী গার্ডেন থিয়েটারের প্রথম প্রযোজনা নাটক গল্পকথা মঞ্চস্থ হবে আগামি শুক্রবার।
স্বাস্থ্যবিধি মেনেই কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে সন্ধ্যা পুনে সাতটায় নাটকটি মঞ্চস্থ হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন আতিকুর রহমান সুজন। অভিনয়ে থাকবেন আতিকুর রহমান সুজন, ইফতেখার হোসেন, মোহাম্মদ আবদুল হান্নান, খাইরুল বাঁশার বাঁধন, পানসী। সেট ডিজাইন ও আলোক পরিকল্পনায় থাকবেন ওমর ফারুক। কস্টিউম ডিজাইনে শম্পা রাণী সিংহ, মারিয়া আক্তার।
গল্পকথা নাটকটি দেখতে দর্শকদের পঞ্চাশ টাকার টিকেট সংগ্রহ করতে হবে। দর্শকদের স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব মানার জন্য অনুরোধ করেছেন আয়োজকেরা।