দেশের সব রুগ্ন শিল্প কারখানাকে করা হবে আধুনিকায়ন : শিল্প সচিব

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
আরো ২০ বছর আগেই আয়ুষ্কাল ফুরিয়ে গেছে আশুগঞ্জ সার কারখানার।দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটি পুরনো যন্ত্রাংশ নিয়ে চলার কারণে বছরের অন্তত ৮ মাসই থাকে বন্ধ। ফলে লাভজনক প্রতিষ্ঠানটি এখন লোকসানী প্রতিষ্ঠানে রূপান্তরিত। এতে শ্রমিক-কর্মচারীরা লভ্যাংশ থেকে হচ্ছে বঞ্চিত। এই অবস্থা থেকে উত্তরণে উদ্যোগ নিয়েছে সরকার। পর্যায়ক্রমে রাষ্ট্রিয় মালিকানাধীন দেশের সব রুগ্ন শিল্প কারখানাকে করা হবে আধুনিকায়ন। এমনটাই জানালেন শিল্প সচিব এ.কে.এম. আলী আজম।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পরিদর্শন ও কারখানার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে শিল্প মন্ত্রণালয়ের সচিব এ.কে.এম. আলী আজম এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ইতিমধ্যে কারখানা গুলোকে মেরামত করতে বিদেশী বিশেজ্ঞদের সাথে একাধিক বৈঠক হয়েছে। এছাড়া দীর্ঘদিনের নানাবিধ সমস্যায় জর্জরিত আশুগঞ্জ সার কবারখানা আধুনিকায়নের জন্য গ্রহণ করা হয়েছে পরিকল্পনা। আশা করি খুব দ্রুতই কারখানাটি মেরামত করে আধুনিকায়ন করা হবে। সার কারখানা পরিদর্শন এবং মতবিনিময় সভায় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরবিন্দ বিশ্বাস, কারখানার ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. আনোয়ারুল হক, মহা ব্যবস্থাপক (প্রশাসন) মিজানুর রহমানসহ কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ সার কারখানার আয়ুষ্কাল শেষ হয়ে গেছে আরো ২০ বছর আগেই। পুরনো যন্ত্রাংশে চলা কারখানাটি বছরের অন্তত ৮ মাসই বন্ধ থাকায় লাভজনক এই প্রতিষ্ঠানটি এখন লোকসানী প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত হয়ে আছে। এতে করে কারখানার শ্রমিক-কর্মচারীরা লভ্যাংশ থেকে হচ্ছেন বঞ্চিত।
Post Under