ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
মহাসড়কে প্রায়শই ঘটে যানবাহন চালকদের প্রতিযোগিতা। যা ভয়াবহ দুর্ঘটনার অন্যতম এক কারণ। ব্রাহ্মণবাড়িয়ায় এমনি দুই চালকের দ্রুতগতিতে চলার প্রতিযোগিতায় অপর গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পতিত হয় খাদে। এতে অন্তত ১৫ জন বাসযাত্রী হয়েছেন আহত। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরস্থ বিসিকের সামনে ঘটে এই দুর্ঘটনা।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসে ব্রাহ্মণবাড়িয়াগামী দিগন্ত পরিবহনের একটি বাস। ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড পেরিয়ে নন্দনপুরস্থ বিসিক শিল্প এলাকায় অপর একটি গাড়িকে ওভারটেক করতে দ্রুতগতিতে ছুটতে থাকে।এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশ খাদে পড়ে যায়। এ সময় বাসা থাকা ১৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দেন সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) গাজী মুহাম্মদ শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ঘটনায় নিহতের কোন খবর পাওয়া যায়নি।’
Post Under