বিনোদন ডেস্ক:
কুমিল্লার এক সময়ের দাপুটে মঞ্চ অভিনেতা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান তরুণ প্রজন্মের নির্মাতা আনোয়ার হোসেন আলমের নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরী ও দাহ ইতালির সেফালো ফিল্ম ফেস্টিভ্যালে এবং দাহ কলকাতা আন্তর্জাতিক কাল্ট ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে।
জানা যায়, প্রতি বছর ইতালির সিসিলিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত চলচ্চিত্র নিয়ে সেফালো ফিল্ম ফেস্টিভ্যাল (ফেস্টিভ্যাল ডেল সিনেমা সেফালো) অনুষ্ঠিত হয়। এ বছর ১১৪টি দেশ থেকে বাছাইকৃত চলচ্চিত্রের মধ্যে বাংলাদেশ থেকে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ‘দাহ’ ও ‘পরী’ স্বল্পদৈর্ঘ্য দুটি নির্মাণ করেছেন তরুণ প্রজন্মের নির্মাতা আলম আনোয়ার। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং দেশের সারা জাগানো ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি। তরুণ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা
আনোয়ার হোসেন আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিকারপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
এ প্রসঙ্গে অনুভূতি জানতে চাইলে নির্মাতা আলম আনোয়ার বলেন, ‘এটা আমার জন্য অনেক আনন্দের, এই প্রথম আন্তর্জাতিক কোনো জায়গায় আমার কাজ প্রদর্শিত হতে যাচ্ছে। আমার দুটি কাজের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অনেক কৃতজ্ঞতা।’ নির্মাতা আরো জানান, শিগগিরই ‘দাহ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি অনলাইন প্লাটফর্ম লাইভ টেকনোলজিতে অনএয়ার হবে।
‘দাহ’ রচনা করেছেন কামরুজ্জামান বাবু এবং ‘পরী’ নিয়ামুল মুক্তা। দাহতে অভিনয় করেছেন স্বাগতা, খায়রুল আলম টিপু, উমায়ের ও হাসিমুন। অন্যদিকে ‘পরী’ স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন বাপ্পি আশরাফ, নুহা চৌধুরী, হিমি খন্দকার প্রমুখ। উল্লেখ্য, ‘পরী’ ছবিটি এর আগে জাপানের একটি ফেস্টিভ্যালেও নির্বাচিত হয়েছিল।