এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
আরো পড়ুনঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গ্রাম্য আধিপত্যের লড়াইয়ে খুন হলেন পঞ্চাশোর্ধ বৃদ্ধ ফায়েজ মিয়া। দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদেরকে জেলা সদর ও কসবা উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার (১৩ মার্চ) সকালে জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামের শাক্কু মিয়া ও রতন মিয়ার লোকদের মধ্যে ঘটে এই সংঘর্ষের ঘটনা। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত ফায়েজ মিয়া (৫৫) নামিবাড়ি গ্রামের লাবু মিয়ার পুত্র।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় মূলকগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মঈনুল ইসলাম জানান, গ্রাম্য আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে নিমবাড়ি গ্রামের শাক্কু মিয়ার সাথে একই গ্রামের রতন মিয়ার দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শনিবার সকাল সাতটার দিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের হামলায় রতন মিয়ার পক্ষের ফায়েজ মিয়া মারা যান। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এদিকে ঘটনার খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
কসবা থানার পরিদর্শক (ওসি) আলমগীর ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’