এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
আরো পড়ুনঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারসহ বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে শাল্লায় হিন্দু বাড়ি-ঘর, মন্দিরে ভাঙচুর-লুটপাটে জড়িতদের বিচারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত কর্মকর্তাদের বরখাস্তের দাবী জানান।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে মিলিত হয় প্রতিবাদ সমাবেশে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেশ রঞ্জন রায়ের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মনোরঞ্জন দেবনাথ, সদর উপজেলা শাখার সভাপতি নিতিশ রঞ্জন রায়, ইসলামী ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা কাঞ্চন কুমার পাল, হিন্দু নেতা অতীন্দ্র বৈধ্য, আশীষ পাল, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু প্রমূখ।
বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেন, দেশে বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের উপর একের পর এক হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ার কারণেই এই ধরণের ঘটনার পুণরাবৃত্তি ঘটছে। বক্তারা শাল্লা উপজেলার হিন্দু বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর-লুটপাটের ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার পাশাপাশি সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত কর্মকর্তাদের বরখাস্তের দাবী জানান।