নিজস্ব প্রতিবেদক:
৩০ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ ৬ মে পর্যন্ত বিশেষ সেবা সপ্তাহ পালন করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়।
এ উপলক্ষে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বিশেষ এ সেবা সপ্তাহে শুক্র-শনিসহ সপ্তাহের সাতদিনই বাজার তদারকি অভিযান পরিচালনা করা হবে। কঠোরভাবে মনিটরিং করা হবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। বিশেষ এ সেবা সপ্তাহে বিতরণ করা হবে বিশেষভাবে ছাপানো ১০০০ লিফলেট ও বাজারে আগত মাস্কবিহীন ভোক্তা সাধারণের মাঝে বিতরণ করা হবে মাস্ক। ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের করণীয় বিষয়ে অবহিত করে করা হবে মাইকিং। বিশেষ এ সপ্তাহকে উপলক্ষ করে কুমিল্লা মহানগরীর চারটি বাজারের অর্থাৎ নিউমার্কেট, রাজগঞ্জ, রানীর বাজার ও বাদশা মিয়ার বাজারের ১০০ ভাগ দোকানী যাতে দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন করেন এ বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ এ সেবা সপ্তাহ সফল করতে কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা জেলা পুলিশ, ক্যাব কুমিল্লা ও সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতি একযোগে কাজ করছে। জনবান্ধব এ কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।