র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর বাশার হত্যার মূল ঘাতক সাগর গ্রেফতার

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৮ মে ২০২১ ইং তারিখ কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন দৌলতপুর রেলগেইট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সদর দক্ষিণ থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর কুমিল্লা ইপিজেড এর সিং সাং সু কোম্পানীর এইচ আর কর্মকর্তা খাইরুল বাশার হত্যার নিদের্শ দাতাহোতা মো: সাগর হোসেন ওরফে আলামিন’কে গ্রেফতার করতে সক্ষম হয়। সাগর নগরীর গোবিন্দপুর গ্রামের মৃত জহিরুল রহমান এর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, এজহার নামীয় প্রধান আসামী মোঃ মহিউদ্দিন (২১), আদালতের নিকট ১৬৪ ধারা জবানবন্দিতে স্বীকার করে যে, উক্ত হত্যা কান্ডের নির্দেশ দাতা/মূল হোতা ছিল মোঃ সাগর হোসেন @ আলামিন। মোঃ সাগর হোসেন@ আলামিন এর নির্দেশে এজহার নামীয় আসামী এবং আরো ৭/৮ জন সহযোগীসহ পরিকল্পিত ভাবে এই হত্যাকান্ডে অংশ নেয়। উল্লেখ্য যে, ইপিজেড কর্মকর্তা খাইরুল বাশার এবং নির্দেশ দাতা মোঃ সাগর হোসে আলামিন একই প্রতিষ্ঠানে চাকুরী করত। বিভিন্ন সময় স্থানীয় অনেকের চাকুরীচ্যুতি এবং প্রতিষ্ঠানের বিভিন্ন আভ্যন্তরীন বিষয়ে মনোমানিল্যের সূত্র ধরে এ হত্যাকান্ডের পরিকল্পনা করে বলে ধারণা করা যাচ্ছে।

Post Under