কসবায় ঢাবি ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীতে মানববন্ধন

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন, কসবা প্রতিনিধি
ঢাকা বিশ^বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হাফিজুর রহমান মাসুদ এর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবীতে বুধবার (২৬ মে) সকাল ১১টায় কসবা প্রেসক্লাব চত্ত¡রে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। কসবা বিক্ষুব্ধ নাগরিক সমাজ এই মানববন্ধনের আয়োজন করেন। কসবা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের আহŸায়ক মো. সোলেমান খান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবি ড. ইদ্রিস ভূইয়া, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহ আলম চৌধুরী, কসবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, বিশিষ্ট কবি ও শিক্ষক জহিরুল ইসলাম চৌধুরী, কসবা পৌরসভার প্যানেল মেয়র মো. আবু জাহের, কসবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, ঢাকা বিশ^বিদ্যালের শিক্ষার্থী ও হাফিজুর রহমানের বন্ধু সোহেল মাহমুদ প্রমুখ। এইসময় সাংবাদিক, মুক্তিযোদ্ধা, কলেজ-বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, হাফিজুর রহমান আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এই হত্যাকান্ডের রহস্য উন্মোচনে আইনমন্ত্রী আনিসুল হকের হস্তক্ষেপ কামনা করেন।
নিহত হাফিজুর রহমান মাসুদ কসবা উপজেলার খাড়েরা গ্রামের হাফেজ মজিবুর রহমানের ছেলে। হাফিজ ঢাকা বিশ^বিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষা বর্ষের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন। হাফিজ গত ১৫ মে রাতে ঢাকা বিশ^বিদ্যালয়ের কার্জন হল এলাকায় সহপাঠীদের সাথে গল্প করছিল। ওই সময় থেকে হাফিজ নিখোজ হন। নিখোজের ৯দিন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গলাকাটা বেওয়ারিশ লাশ হিসেবে পরে থাকে। পরে তার স্বজনরা শাহবাগ থানায় ছবি দেখে হাফিজের লাশ সনাক্ত করেন।

 

Post Under