এমদাদুল হক সোহাগ:
মহামারি করোনাকালে যৌনকর্মীদের জীবন সংগ্রাম শীর্ষক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয়ে সেভ দ্যা চিলড্রেনের আর্থিক সহায়তায় লাইট হাউজ কুমিল্লা ড্রপ সেন্টার ওই এ্যাডভোকেসির আয়োজন করেন। লাইট হাউজ গ্লোবাল ফান্ড সেভ দ্যা চিলড্রেনের আর্থিক সহায়তায় ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য অগ্রাধিকার ভিত্তিক এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম শিরোনামে প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। গত এপ্রিল থেকে কুমিল্লায় সংস্থাটির আউটলেট স্থাপিত হয়েছে। বর্তমানে সংস্থাটি ৫৯০ জন মহিলা যৌনকর্মীর সাথে যোগাযোগ স্থাপন করে তাদের চিকিৎসা, মরণঘাতি এইচআইভি ভাইরাস প্রতিরোধে সচেতনতা, বিনামূল্যে কনডম বিতরণ, বিভিন্ন যৌনবাহিত রোগ সংক্রমন প্রতিরোধে চিকিৎসা ও পরামর্শ প্রদান সহ করোনা কালে খাদ্যসামগ্রী বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত করে আসছে।
সভায় জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জেড. এম মিজানুর রহমান, সহকারি পরিচালক এএসএম যোবাইদ, সহকারি পরিচালক ফারহানা আমিন, প্রবেশন অফিসার নুরুল আমিন, কুমিল্লা প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক ইয়াসমিন রীমা, কুমিল্লা টুয়েন্টিফোর টিভির বার্তা সম্পাদক মো: এমদাদুল হক সোহাগ, ব্লাস্ট কুমিল্লা ইউনিটের সমন্বয়ক এডভোকেট শামিমা আক্তার জাহান, লাইট হাউজ কুমিল্লা ড্রপ সেন্টারের ম্যানেজার পারভীন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।