কসবার দলিল লিখক সমিতির প্রধান উপদেষ্টা আবদুল মালেক মুহুরীর ইন্তেকাল

করোনার পরবর্তী সমস্যাজনিত কারনে তার মৃত্যু হয়

কসবা (ব্রা‏‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলা দলিল লিখক সমিতির প্রধান উপদেষ্টা প্রবীণ দলিল লিখক আবদুল মালেক মুহুরী (৯০) আজ মঙ্গলবার বেলা ১টার দিকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—— রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ছেলে ও ৫মেয়ে রেখে গেছেন। তিনি প্রায় দুই মাস আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসায় তিনি করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও ফুসফুসে আক্রান্ত জনিত সমস্যায় কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বেলা ১টার দিকে ইন্তেকাল করেছেন।
আবদুল মালেক মুহুরী কসবা উপজেলার আকছিনা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কসবা পৌর শহরের ইমামপাড়া এলাকায় বসবাস করতেন। নিহতের লাশ পৌর শহরের ইমামপাড়াস্থ বাসভবনে নিয়ে এলে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারণা ঘটে। পুরাতন সহকর্মী আর আতœীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন।
আজ বাদ মাগরিব কসবা কেন্দ্রীয় মসজীদ ঈদগাহ মাঠে প্রথম নামজে জানাযা ও বাদ এশা আকছিনা গ্রামের দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।

Post Under