নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে মিনহাজুল আবেদীন স্নিগ্ধ (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
মিনহাজুল দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসানের শ্যালক। তিনি ইউএনও’র সন্তানের জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে আসেন। তাঁর বাড়ি রংপুরের বদরগঞ্জে।
শুক্রবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদের পুকুরের পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) ছমি উদ্দিন জানান, আমরা মরদেহের সুরতাল করেছি। মরদেহের ময়নাতদন্ত করা হবে কি-না, এ বিষয়ে নিহতের পরিবারের সাথে কথা বলে পরিবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷
ইউএনও রাকিব হাসান সাংবাদিকদের জানান, শুক্রবার (২৫ জুন) দুপুরে আমার স্ত্রীর আপন ভাই রুদ্র ও তার চাচাতো ভাই স্নিগ্ধ গোসল করতে পুকুরে নামে। এ সময় তারা সাঁতার নিয়ে প্রতিযোগিতা শুরু করে। স্নিগ্ধ ও রুদ্র সাঁতার কেটে পুকুরের এক পাড় থেকে আরেক পাড়ে যায়। পরে ফিরে আসার সময় হঠাৎ করে স্নিগ্ধ পুকুরের পানিতে তলিয়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, চিকিৎসকদের ধারণা স্নিগ্ধ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার মরদেহ রংপুরের বদরগঞ্জের নিজ বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে।