করোনার ছোবলে আবদুল হান্নান না ফেরার দেশে

শেখ মো. কামাল উদ্দিন
ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের মোঃ ইউনুছ মিয়ার স্নেহধন্য চতুর্থ ছেলে, দেলী পাতাইসার হেলথ কমিউনিটি সেন্টারের প্রোভাইডার, কর্মপাগল, সদা হাস্যোজ্জ্বল, সমাজসেবক, দ্বীনদার, খাড়েরা ইউনিয়ন পরিষদের আইসিটি বিভাগের সহযোগী মোঃ আবদুল হান্নান গত ২৫ জুলাই রাত ৯.০০টায় ঢাকার কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড নার্সিং হোম’এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা গ্রহণে আগ্রহী সেবা প্রত্যাশীদের রেজিস্ট্রেশন কার্য সম্পাদনের দায়িত্ব পালন করেছেন। এক পর্যায়ে তাঁর জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা দেখা দিলে করোনা ভাইরাস টেস্টে পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা শুরু করলেও এক পর্যায়ে উন্নত চিকিৎসা গ্রহণের জন্য ঢাকায় হাসপাতালে ভর্তি হন। কোন অবস্থাতেই অগ্রগতি না হয়ে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। ভাগ্যের নির্মম পরিহাস! বিগত ২৫ জুলাই রাত সাড়ে ন’টায় মজান রবের ডাকে সাড়া দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২৬ জুলাই সোমবার বাদ জোহর দেলী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে নামাযে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

Post Under