এমদাদুল হক সোহাগঃ
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর অবসর প্রাপ্ত ব্যবস্থাপক সিভিল ইঞ্জিনিয়ার মোঃ জামাল উদ্দিন আহম্মেদ কণা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। অতিমারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি রাজধানী ঢাকার কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। জামাল উদ্দিন আহমেদ কুমিল্লা নগরীর বাদুরতলায় নিজ বাড়িতে দীর্ঘবছর ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। তার গ্রামের বাড়ি কসবা উপজেলার পানিয়ারুপ গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, কণ্যা সহ পরিজন, শুভাকাঙ্খী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র মেয়ের জামাতা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ডে) সহকারী পরিচালক মো: কামরুল হাসান। তার মৃত্যুতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট মোঃ আনিসুল হক এমপি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার সহ কুমিল্লা বিশিষ্ট ব্যক্তিবর্গ, কুমিল্লাস্থ ব্রাহ্মনবাড়িয়া জেলা কল্যান সমিতি, কুমিল্লাস্থ কসবা উপজেলা কল্যান সমিতি, কুমিল্লাস্থ কসবা ছাত্রকল্যান পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের ছোট ভাই, কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন আহমেদ জানান, মরহুমের জানাযা শনিবার সকাল আটটায় কুমিল্লা বাদুরতলা চৌধুরী মার্কেট জামে মসজিদ মাঠে এবং সকাল সাড়ে দশটায় মরহুমের গ্রামের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার পানিয়ারুপ গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদ (কামাল মৌলভী বাড়ি জামে মসজিদ) মাঠে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।