কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৯৭৫ সালে ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা চালিয়েছিল। জিয়া বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছিল এবং তাদেরকে বিদেশে প্রতিষ্ঠিত করে দেন। জিয়া স্বপরিবারে বঙ্গবন্ধু হত্যা ও জাতীয় ৪ নেতা হত্যার বিচারের পথও রুদ্ধ করে দিয়েছিল।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে জাতীয় শোকদিবস পালন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা গুলশান এর নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি আওয়ামীলীগ নেতাদের উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধুর ত্যাগের রক্ত আমাদের শরীরে প্রবাহিত হচ্ছে। আমাদেরকে বঙ্গবন্ধুর ত্যাগের ফষল রক্ষা ও আদর্শ পালন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ জনগণের কাছে পৌছে দিতে হবে। আইনমন্ত্রী আনিসুল হক শোকাবহ ৭৫ এর ১৫ আগস্ট শাহাদাৎবরণকারী বঙ্গবন্ধু পরিবারের ১৭ জন ও ৭৫ এর ৩ নভেম্বর জেলখানায় শহীদ জাতীয় ৪ নেতার আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিওতে বোমা হামলায় নিহত আইভী রহমানসহ করোনায় নিহতদের আত্মার মাগফেরাতও কামনা করেন। তিনি বৈশ্বিক মহামারি করোনার ভয়াবহতা সম্পর্কে গ্রাম, পাড়া, মহল্লায় গিয়ে জনগণকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করার জন্য স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
কসবায় জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভায় উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহŸায়ক এম জি হাক্কানীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন, কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহŸায়ক কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী প্রমুখ।
কাজী আজহারুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এড. আনিসুল হক ভূইয়া, আওয়ামীলীগ নেতা এড. আজিজুর রহমান, কসবা পৌরসভার প্যানেল মেয়র আবু জাহের, খাড়েরা ইউপি চেয়ার্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহাম্মদ ভূইয়া, বিনাউটি ইউপি চেয়ারম্যান এড. ইকবাল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহŸায়ক আফজাল হোসনে রিমন, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, কাজী মানিক। এসময় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।