কসবায় পোনা মাছ অবমুক্তকরণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা মৎস্য সম্পদ কর্মকতা জ্যোতি কনা দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, উপ-সহকারী মৎস্য সম্পদ কর্মকর্তা মো. শিহাবুর রহমান প্রমুখ।
কসবা উপজেলা মৎস অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২১-২০২২ অর্থ বছরে কসবা উপজেলায় মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ, গনিয়া জাতের ৩৫৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে। এর মধ্যে মুক্ত জলাশয়ে ২৭৮ কেজি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৭৭ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে।

 

Post Under