এমদাদুল হক সোহাগ:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন দেশের ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ কুমিল্লার সাইফুল আলম রনি। তিনি কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন। সাইফুল আলম রনি দ্বিতীয় বারের মত বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিননন্দন জানিয়েছেন কুমিল্লার ক্রীড়াঙ্গণ ও বিভিন্ন সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। কুমিল্লায় কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট, টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের মতো বিশাল আয়োজন করে দেশের ক্রিকেট অঙ্গণে বেশ পজেটিভ সাড়া ফেলেছেন সাইফুল আলম রণি। কুমিল্লায় এতো বড় ক্রিকেট আয়োজন আর দর্শক অতীতে কখনো হয়নি। কুমিল্লার কিেকেট অঙ্গণকে এগিয়ে নিতে ও ভবিষ্যতে কুমিল্লা থেকে আন্তার্জাতিক মানের কিেকেটার তৈরী করতে নিরলস কাজ করছেন তিনি।
জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য ইতোমধ্যে ১৭৪ জনের মধ্যে ১৭১ জন কাউন্সিলরের নাম জমা পড়েছে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। কাউন্সিলদের তালিকার এক নম্বর ক্যাটাগরিতে আছেন ৭ বিভাগ ও ৬৪ জেলা ক্রীড়া সংস্থা মনোনীত ৭১ কাউন্সিলর। ক্যাটাগরি ২‘তে আছেন ঢাকার প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের ৮ সুপার লিগের ৫৮ মনোনীত কাউন্সিলর। ক্যাটাগরি ৩ ‘এ আছেন জাতীয় দলের সাবেক ৫ অধিনায়ক।