কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শ্রদ্ধা ও ভালবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকাল ১১ টায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কাওসার ভূইয়। কসবা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহার সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌরসভার নবনির্বাচিত মেয়র এম জি হাক্কানী, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকার, কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তছলিম মিয়া, কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহম্মদ, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ভূইয়া, কসবা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহীদুল্লাহ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান প্রমুখ। এসময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে এদেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-শামসের সহায়তায় পাকিস্তানী হানানার বাহিনী দেশকে মেধাশূণ্য করার জন্য এদিন দেশের বিভিন্ন স্থানে হাজারো বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। সভায় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. আবদুল হান্নান।