কসবায় এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২৪৩জন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় এ বারের এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৪৩জন। উপজেলার আটটি কলেজে তিন হাজার ১৪১জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন তিন হাজার ৯১জন। এ উপজেলায় শতকরা পাশের হার শতকরা ৯৮.৪০ জন। এর মধ্যে একটি কলেজে শতভাগ পাশ করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতার কার্যালয় সুত্রে জানা গেছে, এ বছর কসবা উপজেলার বায়েক আলহাজ¦ শাহআলম কলেজ থেকে ৩৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯জন।
কসবা মহিলা কলেজ থেকে ৪১৪জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন ৪১২জন। জিপিএ-৫ পেয়েছে ৮৪জন, শতকরা পাশের হার ৯৯.৫২ ।
কসবা টি.আলী কলেজ থেকে ২৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন ২৩৩জন। জিপিএ-৫ পেয়েছে ১১জন। শতকরা পাশের হার ৯৮.৩১।
গোপীনাথপুর আলহাজ¦ শাহআলম কলেজ থেকে ৭৮৪জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭৭৪জন শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৪জন। শতকরা পাশের হার ৯৮.৭২।
কালসার নাঈমা আলম মহিলা কলেজ থেকে ২৬৪জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন ২৫৫জন। জিপিএ-৫ পেয়েছে ৬জন। শতকরা পাশের ৯৬.৫৯।
চারগাছ এন.আই.ভূইয়া কলেজ থেকে ২৯৪জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৭৬জন। জিপিএ-৫ পেয়েছেন ১৩জন। শতকরা পাশের হার ৯৩.৮৮।
কুটি মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা কলেজ থেকে ৩১৯জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন ৩১৭জন। জিপিএ-৫ পেয়েছে ১৯জন। শতকরা পাশের হার ৯৯.৩৭।
সৈয়দাবাদ আদর্শ সরকারি কলেজ থেকে ৪৯৫জন শিক্ষার্থী অংশ নিয়ে ৪৯০জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৭জন। শতকরা পাশের হার ৯৮.৯৯।
কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহাম্মদ বলেন, কসবা উপজেলার ৮টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৪৩জন। এদের মধ্যে কসবা মহিলা ডিগ্রী কলেজ থেকে ৮৪ জন জিপিএ-৫ পেয়েছে। উপজেলা ৮টি কলেজে গড়ে শতকরা পাশের হার ৯৮.৪০।

 

Post Under