নিজস্ব প্রতিবেদক
আজই (সোমবার) শেষ হচ্ছে কুমিল্লা সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। শেষ সময়ে নৌকার প্রচারণায় মুখর নগরীর সর্বত্র। ভোটারদের মন জয় করতে স্থানীয় ও কেন্দ্রিয় নেতৃবৃন্দ সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন। ব্যাপক প্রচারণা চালাচ্ছেন পেশাজীবিরা। কর্মী-সমর্থকরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রতিটি অলিগলির চায়ের দোকান থেকে হাটবাজার, অফিস-আদালত-শিক্ষাঙ্গনে সর্বত্র এখন চলছে ভোটের আলোচনা। পছন্দের প্রার্থীকে ভোট দিতে অপেক্ষার প্রহর গুণছেন ভোটাররা। বিভিন্ন শ্রেণি পেশার মানুষে সাথে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে ভোটারদের সু-দৃষ্টিতে রয়েছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। নগরজুড়ে জয়ধ্বনি বইছে নৌকার
সরজমিনে নগরীতে ঘুরে দেখা গেছে, পুরো নগরজুড়ে শোভা পাচ্ছে মেয়র,কাউন্সিলর প্রার্থীদের পোস্টার। সর্বত্র নৌকার-ই প্রাধান্য। ভোটের প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত নেতা-কর্মীদের পদচারণায় নির্বাচনী কার্যালয়গুলো মুখরিত হয়ে উঠেছে। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে মাইকিং। ৩য় বারের মতো অনুষ্ঠেয় কুসিক নির্বাচনে এবার প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। তবে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ নিয়ে কোন কোন প্রার্থীর চোখেমুখে শঙ্কার ছাপ দেখা দিলেও নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন দলের প্রার্থীসহ নেতাকর্মীরা বলছেন, ‘ইভিএমে কোন ধরনের জালিয়াতি করা সম্ভব না। তাই শঙ্কার ভাবনা অমূলক।’
নগরজুড়ে নৌকার নানামুখি প্রচারনা চলছে। গতকাল নগরীতে আনুষ্ঠানিক প্রচারণা চালান আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দ। দলের মনোনয়ন বঞ্চিতরাও অভিমান ভেঙ্গে অবশেষে মাঠে নেমেছে। নূর উর রহমান মাহমুদ তানিম, আলহাজ¦ মো. ওমর ফারুক সহ কয়েকজন নেতা গতকাল গণসংযোগ করে নৌকার জন্য ভোট চেয়েছেন। পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা চালাচ্ছেন ব্যাপক গণ সংযোগ অব্যাহত রেখেছেন। সব মিলিয়ে দলীয় নেতা-কর্মী সহ নগরীতে গতকাল রবিবার দেড়শতাধিক টিম নৌকার প্রচারণায় অংশ নিয়েছে।
নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত রবিবার সকালে নগরীর সদর হাসপাতাল, ডায়াবেটিকস হাসপাতাল, রেইসকোর্স ,বাদশা মিয়ার বাজার, শাসনগাছা উষদ মার্কেট, অশোকতলা চৌমুহনী,স্টেডিয়াম মার্কেট এলাকায় গণসংযোগ করেন। বিকেলে ২১ নং ওয়ার্ডের শাকতলা উত্তরপাড়া মাদ্রাসা,১৭ নং ওয়ার্ডের সাহাপাড়া, রাতে ৫ নং ওয়ার্ডের রাজবাড়িতে উঠান বৈঠক করেন। এমপি বাহারের সহধর্মেনী নারীনেত্রী মেহেরুন্নেসা বাহার বিকেলে উঠান বৈঠক করেন ২৫ নং ওয়ার্ডের দয়াপুর ও রাতে ১৫ নং ওয়ার্ডের বালুধম এলাকায়। এছাড়া এমপি বাহার কণ্যা ডা. তাহসিন বাহার সূচনাও গতকাল নৌকার প্রচারনা চালান নগরীর কয়েকটি এলাকায়।
আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দ :
গতকাল রবিবার(১২ জুন) সকালে কুমিলা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কান্দিরপাড় শ্রী শ্রী কাত্যায়নী কালিবাড়ী মন্দিরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদ এবং কুমিলা পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। এছাড়াও কুমিলা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শিব প্রসাদ রায়,ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি শ্যামল চন্দ্র ভট্টাচার্য্য,কুমিলা মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চঞ্চল চক্রবতী, সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় রায়,পিয়াস শাহা, চন্দন নাগ, রবিন্দ্র সরকার,
সাংগঠনিক সম্পাদক এবং যুব ঐক্যপরিষদের সভাপতি দিলীপ কুমার নাগ কানাই, দপ্তর সম্পাদক পিঙ্কু চন্দ্র, সদস্য বিপ্লব মোদকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল।
জেলা নারী উন্নয়ন ফোরাম :
কুমিলা জেলা নারী উন্নয়ন ফোরামের নেতৃত্বে কুমিলার ১৭ উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান,জেলা পরিষদের সদস্য, ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা মেম্বার ও জয়িতা পদক প্রাপ্ত নারী নেত্রীবৃন্দ রবিবার সকাল ১১টায় কান্দিরপাড় পূবালী চত্বরে একত্রিত হয়ে কুমিলা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাত ভাইয়ের নৌকা মার্কার পক্ষে কান্দিরপাড়, নিউমার্কেট,স্টেডিয়াম মার্কেট, ফৌজদারি এবং ছোটরা মফিজাবাদ কলোনিতে গণসংযোগে অংশগ্রহণ করেন। এসময় তারা শেখ হাসিনার সালাম নিন,নৌকা মার্কায় ভোট দিন।বাহার ভাইয়ের সালাম নিন,নৌকা মার্কায় ভোট দিন। নানা শ্লোগান দেন।
আওয়ামী আইনজীবীরা :
রোববার দুপুর ০৩ টায় নগরীর বাদশা মিয়ার বাজার হতে কান্দিরপাড় টাউনহল পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত এরপক্ষে নৌকা সম্বলিত লিফলেট বিতরণসহ গণসংযাগ করেন সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ কুমিলা জেলা শাখার নেতৃবৃন্দ। এতে অংশ নেন- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত এর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কুমিলা জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিলা জেলা শাখার আহবায়ক ও লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁঞা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহাবুবুর রহমান ও সাবেক সেক্রেটারি এড. সৈয়দ নুরুর রহমান, কুমিলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-০৩ এর পিপি ও কুমিলা মহানগর আওয়ামীলীগ এর আইনবিষয়ক সম্পাদক এড. মোঃ আমজাদ হোসেন, অতিরিক্ত পিপি এড. মোহাম্মদ আবদুস সোবহান, অতিরিক্ত পিপি এড. মোঃ রফিকুল ইসলাম (৪), অতিরিক্ত পিপি এডভোকেট আমিনুল ইসলাম, এপিপি এড. আশরাফুল আলম চৌধুরী এনাম, এড. মিজানুর রহমান (৩), এড. খোরশেদ আলম, এড. মোঃ গিয়াস উদ্দিন মজুমদার, এড. খন্দকার হালিমা বেগম, কুমিলা আইন কলেজের সাবেক জিএস এড. মোঃ দিদারুল হক চৌধুরী ও এড. মোঃ নাজমুল বারী চৌধুরী, এড. তাহমিনা বেগম, এড. আমির হোসেন খান, এড. আনোয়ারুল হক (দীপু), এড.জালাল উদ্দিন সাজু, এড. নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন, এড. গাজী মোঃ আব্দুল আলীম, এড. তানজিনা আক্তার, এড. আশিকুর রহমান জুয়েল, এড. মোঃ জাকির হোসেন, এড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এড. আব্দুল আলীম, এড. মোঃ জামিল আহমেদ রাতুল, এড. জিয়াউল হাসান চৌধুরী সোহাগ, এড. মোঃ সেলিম মিয়া, এড. মোঃ খোরশেদ আলম, এড. সৈয়দ শাহিদুল আহসান টিপু, এড. মোঃ সাইফুর রহমান, এড. বিলাল হোসেন ভূইয়া, এড. ফাহমিদা জেবিন, এড. মোঃ বোরহান উদ্দিন টুটুল, এড. ফারজানা তাজরিন আলম চৌধুরী, এড. মোশারফ হোসেন টিটু, এডভোকেট তাপস চন্দ্র সরকার, এড. মোঃ ফয়সল সুলতান, এড. রৌশন আরা বেগম স্বপ্না, এড. মোঃ আবুল কাউসার ভূঁইয়া, এড. মুর্শিদা আক্তার মুন্নী, এড. তানজিদা পারভীন সুমা, এড. তাহসিনুল ইসলাম, এড. নিগার সুলতানা, এড. সঙ্গীতা চক্রবর্তী ও এড. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম :
কুমিলা সিটি নির্বাচনের আওয়ামী দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করেন প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের নেতৃবৃন্দ।
গতকাল রোববার নগরীর পদুয়ারবাজার প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম, কুমিলা দক্ষিন জেলা শাখার কার্যালয় নৌকা প্রতিকের প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম, কুমিলা দক্ষিন জেলা শাখার সভাপতি ও মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম কেন্দ্রিয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম, কুমিলা দক্ষিন জেলা শাখার সাধারন সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক আল মামুন সরকার, প্রেসিডিয়াম সদস্য শহিদ উলাহ, যুগ্ম-সাধারন সম্পাদক এম এন হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন পাটোয়ারি। সভায় বক্তব্য দেন জেলা কমিটির সহ-সভাপতি আবুল কাশেম, দেলোয়ার হোসেন, নোমান চৌধুরী, আব্দুস সালাম, তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রচারনায় প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের নেতৃবৃন্দ বলেন, নগরীর উন্নয়নে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। উন্নয়ন মানেই নৌকা। যেখানে নৌকা সেখানে উন্নয়ন। নগরীর উন্নয়নে নগরবাসীকে ১৫ জুন নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়ী করার আহব্বান জানান। সভা শেষে তারা নগরীর বিভিন্ন ওয়ার্ডে নৌকা প্রতিকে প্রচারনা শেষে মহানগর আওয়ামী কার্যালয়ে সংক্ষিপ্ত সভা করেন।