গ্রেটার কুমিল্লা:
কুমিল্লা নগরীতে বাশেঁর তরজা দিয়ে বানানো লকডাউনের বেড়া চুড়ির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা ঝড় সৃষ্টি হয়েছে। জানা যায়, নগরীর ১০নং ওয়ার্ডের পুলিশ লাইন থেকে ঝাউতলা প্রিন্সরোডে লকডাউনের জন্য যে বেড়া দেওয়া হয়েছিল তা গত মঙ্গলবার রাতে চুরি হয়ে যায়। ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর কাদের মনি বলেন, মঙ্গলবার রাতের আঁধারে কে বা কারা ঝাউতলা প্রিন্সরোডের লকডাউন করা বেড়াটি চুরি করে নিয়ে যায়। আমি ঘটনা শুনে ঘটনাস্থলে যাই। সেখানে আবারো নতুনভাবে বাশেঁর তরজা দিয়ে বানানো বেড়া দিয়ে এলাকা লকডাউন করা হয়েছে।
মহামারি করোনা প্রতিরোধে গত ১৯ জুন রাত ১২টা থেকে কুমিল্লা নগরীর চারটি ওয়ার্ডে একযুগে লকডাউন কার্যক্রম শুরু হয়। লকডাউন চলবে তিন জুলাই পর্যন্ত।