কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কসবায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজী প্রোগ্রাম-ফেজ এর আওতায় সিআইজি সদস্যদের মধ্যে “ফ্রি টিকাদান ক্যাম্পইন” অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুনঃ
মঙ্গলবার (১৬ আগষ্ট) কসবা উপজেলার বাদৈর ইউনিয়ন পরিষদ মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পে কসবা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ তারেক মাহমুদের দিক নির্দেশনায় সিআইজি সদস্যদের প্রায় শতাধিক গরু ছাগলকে বিনামূল্যে এল.এস.ডি এবং এফ.এম.ডি ভ্যাকসিন প্রদান করা হয়। উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ইকবাল কবির, লাইভষ্টক ফিল্ড এ্যাসিসটেন্ট মো. তরিকুল ইসলাম, গোট ডেভলপমেন্ট ওয়ার্কার মো. ফুরকানুল ইসলাম উপস্থিত থেকে এই টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করেন।