স্টাফ রিপোর্টার
সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। একই সাথে নারী ফুটবল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশন ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাবেক বর্তমান খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকবৃন্দ।
শুভেচ্ছা বার্তায় কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন বলেন, হিমালয়ের দেশেই নেপালকে উড়িয়ে দিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসরে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাংলাদেশ নারী ফুটবল দলের এই সাফল্যে বাংলাদেশ দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় বলেন, সাফ চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বিশ্ব নারী ফুটবলে বাংলাদেশের বিস্ময়কর অগ্রযাত্রা সূচিত হলো। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্যে দিয়ে আমাদের বাঘিনীরা তাদের সক্ষমতা আবারো প্রমাণ করেছে। নিঃসন্দেহে এটি দেশের নারী ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক। বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।