এমদাদুল হক সোহাগ:
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদে বিশিষ্ট সমাজকর্মী হিসেবে পরিচালনা বোর্ড এর সদস্য পদে কুমিল্লা জেলা হতে বিশিষ্ট নারী নেত্রী ডা. তাহসীন বাহার সূচনাকে মনোনয়ন দেয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-৫( প্রশাসন ও শৃঙ্খলা) শাখা হতে ৪১.০০.০০০০.০০৫.০১.০০৯.১৫.৩৬৪ নম্বর স্মারকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন, ২০১৯ এর ৭(১)(ণ) ধারা অনুযায়ী বিশিষ্ট সমাজকর্মী আওতায় ডা. তাহসীন বাহার সূচনাকে পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়।
ডা. তাহসীন বাহার সূচনা সামাজিক ও মানবিক সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তাঁর বাবা কুমিল্লা থেকে তিন তিন বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। ডা. তাহসীন বাহার সূচনা জাগ্রত মানবিকা প্রতিষ্ঠার পর কুমিল্লা সহ সারা দেশের অসংখ্য অসহায়, দুস্থ মানুষের পাশে দাড়িয়েছেন। করোনা মহামারির সময় অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। জাগ্রত মানবিকতা সংগঠন সৃষ্টির আগেও তিনি অসহায়, দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন।
এদিকে, ডা. তাহসীন বাহারকে জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অভিনন্দন জানিয়েছেন কুমিল্লার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সগঠন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তাহসীন বাহার সূচনা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজে লিখেন, সকল প্রশংসা একমাত্র আল্লাহর। জাতীয় পর্যায়ে সমাজ উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে পারার ইচ্ছা আরো একটি ধাপ পেলো। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়তে একটি মানবিক সমাজ গঠণের লক্ষে প্রযত্নশীল প্রভাব ছড়িয়ে দিতে কাজ করে যেতে চাই দেশ ও দশের জন্য। বাংলাদেশ জাতয় সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে আমাকে মনোনীত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট সকলকে।