কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের সাড়ে ১৬ কোটি টাকার বাজেট

এমদাদুল হক সোহাগ:

কুমিল্লা ডায়াবেটিক সমিতি পরিচালিত সেবামূলক প্রতিষ্ঠান কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে হাসপাতালের মিলনায়তনে সমিতির সভাপতি নারী নেত্রী মিসেস মেহেরুন্নেসা বাহারের সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মীর্জা মো: কোরেশী।

সমিতির কোষাধ্যক্ষ প্রবাল শেখর মজুমদার মিঠু ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য সম্ভাব্য আয় ১৬ কোটি ৫০ লাখ টাকা এবং ব্যয় ১৫ কোটি ২০ লাখ টাকা দেখিয়ে বাজেট উপস্থাপন করেন। উপস্থিত সমিতির সদস্যদের সমর্থনে বাজেট পাস হয়।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের মাধ্যমে গরীব মানুষ সহ সকল স্তরের মানুষ সেবা পাচ্ছে। সমিতির সকল সদস্যগণ সততা ও আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কখনো মাথা নত করেনা। যারা বাংলাদেশের স্বাধিনতার বিরোধীতা করেছিল তারা এখন আবার মাথাচারা দিয়েছে। সামনের নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ভৌগলিকভাবে সেন্টমার্টিন খুবই গুরুত্বপূর্ণ। দেশের ভূখন্ড সুবিধাভোগীদের দিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে চাননা। দেশ ও জাতির উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। সুতরাং আমাদের নিজেদের প্রয়োজনে শেখ হাসিনাকে আবারো নির্বাচিত করতে হবে।

Post Under