কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় এক এমপির হস্তক্ষেপের কারণে কুমিল্লার নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক আন্দোলনের প্রভাব পড়েনি। শ্রেণি কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে তবে শিক্ষার্থীর উপস্থিতি স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা কম লক্ষ্য করা গেছে। তবে শহরের বাহিরে উপজেলা পর্যায়ে সীমিত শিক্ষক দিয়ে ঢিমেতালে শ্রেণি কার্যক্রম চলছে বলে জানা গেছে। রবিবার নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঘুরে এবং বিভিন্ন উপজেলায় খবর নিয়ে এ তথ্য জানা গেছে।
সরকার শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি বাতিলের পর আজ
রবিবার (২৩ জুলাই) ছিল প্রথম কর্মদিবস। বাংলাদেশ শিক্ষক সমিতি( বিটিএ) ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠান খোলা থাকলেও ঢাকায় অবস্থান ধর্মঘট সহ তাদের আন্দোলন চলবে।
খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা থেকে গত সপ্তাহে প্রতিদিন সহস্রাধিক শিক্ষক ঢাকায় অবস্থান নিলেও। আজ রবিবার শহরের কোন স্কুল থেকেই শিক্ষরা ঢাকায় আন্দোলন কর্মসূচিতে যায়নি। তবে দেবিদ্বার, মুরাদনগর, দাউদকান্দি, হোমনা,তিতাস,মেঘনা, বরুড়া,লাকসাম, মনোহরগন্জ ও লাঙ্গলকোট উপজেলা থেকে বিভিন্ন স্কুল থেকে ২-৩ জন করে শিক্ষক ঢাকায় কর্মসূচিতে যোগ দিয়েছে। বাকি শিক্ষকরা ঢিমেতালে শ্রেণির কার্যক্রম চালাচ্ছেন।
আরো পড়ুনঃ
খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা শহরে স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার এর হস্তক্ষেপের কারণে শিক্ষকরা আন্দোলনে যোগ দেওয়ার সাহস পাচ্ছে না। তবে এ নিয়ে শিক্ষকরা প্রকাশ্যে মন্তব্য না করলেও চাপা ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে জানতে জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হানিফ মজুমদার দুই জনকে কল করে পাওয়া যায় নি।
গত শুক্রবার (২১ জুলাই) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের আয়োজনে শিক্ষাঙ্গনে শিক্ষার যথাযথ পরিবেশ বজায় রাখা ও “ডেঙ্গু” প্রতিরোধে শিক্ষক,অভিবাবক,ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডেঙ্গু প্রতিরোধ নিয়ে মিটিং ডাকা হলেও তা ছিল শিক্ষক আন্দোলন নিয়ে সতর্কতা বার্তা দেয়া । মিটিংয়ে বর্তমানে কানাডায় সফরে থাকা কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দীন বাহারের বরাত দিয়ে শ্রেণি কার্যক্রম জোরদার করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কঠোর নির্দেশনা দেয়া হয়। কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো: আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে মতবিনিময় সভায়
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর জেলা সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, স্বাধীন শিক্ষক পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ শরিফুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর জেলা সভাপতি অধ্যক্ষ জহিরুল ইসলাম সহ কুমিল্লা মহানগরী ও সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ অংশ গ্রহণ করেন। সভা সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান।
উল্লেখ্য, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, শতভাগ উৎসবভাতা দেয়া ও ন্যায্য বাড়ি ভাড়ার দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ডাকে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন সারাদেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
গত বুধবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করেন শিক্ষক নেতারা। শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে আলোচনা ‘ফলপ্রসূ হয়নি’ জানিয়ে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষকেরা। এরই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি অব্যহত রেখেছেন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকেরা। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে সরকারিকরণের এক দফা দাবিতে এ কর্মসূচি চলছে। রাজধানীর নিকটবর্ত্তী জেলা কুমিল্লারও বেশ কিছু শিক্ষক ঢাকায় আন্দলনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।