গোমতীর খেয়ার মাঝি রাশেদার পরিবারের পাশে কুমিল্লা জেলা প্রশাসক

এমদাদুল হক সোহাগ

কুমিল্লার গোমতী নদীর কাপ্তানবাজার এলাকার খেয়া ঘাটের মাঝি ভুমিহীন রাশেদা অসুস্থ হারুন মিয়ার পরিবারের পাশে দাড়িয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

দুই শতক ভূমি সহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর নতুন নৌকা দেয়ার আশ্বাসের পাশাপাশি খাদ্য সামগ্রী তুলে দেন পরিবারটির হাতে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসক ওই উদ্যোগ নেন। জানা যায়, কিছুদিন আগে কুমিল্লার স্থানীয় সংবাদ মাধ্যমে রাশেদা হারুণ মিয়ার সংগ্রামী জীবনের বিষয়ে অবগত হন জেলাপ্রশাসক। বিষয়টি নজরে আসার পরপরই আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসানকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশ প্রদান করেন।

আজ মঙ্গলবার জেলা প্রশাসক খেয়া ঘাটে গিয়ে, খেয়ায় এপাড় হতে ওপাড় যান। তার ভাঙ্গা নৌকা, জরাজীর্ণ ঘর দেখেন তাদের সমস্যার কথা শোনার পর নতুন নৌকা, ভূমি সহ ঘর, অসুস্থ হারুণ মিয়ার চিকিৎসা সহ ২০কেজি খাদ্য সামগ্রী হাতে তুলে দেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলাপ্রশাসক রাজস্ব কাবিরুল ইসলাম খান, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী, আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাশেদার স্বামী হারুণ মিয়া এক সময় খেয়া পাড়াপাড়ে কাজ করতেন। তিনি অসুস্থ হওয়ার পর সংগ্রামী রাশেদা নিজেইখেয়ার পাড়াপাড়ের দায়িত্ব নেন। এপার হতে ওপার যেতে জনপ্রতি দশ টাকা নিয়ে থাকেন। থাকেন জরাজীর্ণ ছাপরার মধ্যে।জায়গাও আবার পান্নি উন্নয়ন বোর্ডের।

Post Under