কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শনিবার (১৯ আগস্ট) বেলা ২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত থাকায় উজ্জল মিয়া (২৫) ও কাউছার মিয়া (২৭) নামের দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আরো পড়ুনঃ
গ্রেপ্তারকৃত মাদক কারবারী উজ্জল মিয়া কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার কালিপুর গ্রামের কামাল মিয়ার ছেলে এবং কাওছার মিয়া একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তাদেরকে থানা হাজতে রাখা হয়েছে। রোববার (২০) আগস্ট সকালে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, কসবা-নয়নপুর সড়কের উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর (সুবিধাপুর) এলাকায় উজ্জল ও কাওছার মিয়া দুইটি বড় ব্যাগ নিয়ে গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে তাদেরকে আটক করে। আটক করার সময় তাদের ব্যাগে থাকা ২১ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এস.আই) মো. আমান উল্লাহ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম বলেন, অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ২১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আগামীকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।